এবার আমরণ অনশন কর্মসূচির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ একাধিক দাবিতে আজ রোববার (১৯ অক্টোবর) ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশের বাধার মুখে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষক নেতারা জানান, আগামীকাল সোমবার (২০ অক্টোবর) থেকে তারা আমরণ অনশনে যাবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, *“আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচি শুরু করছি। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতায় ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় হিসেবে দেখছি।”*
তিনি আরও বলেন, *“যখন বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি হবে, তখনই আমরা চূড়ান্ত বিজয়ের কথা বলব। এর আগে শ্রেণিকক্ষে ফিরে যাওয়া হবে না।”*
এদিকে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার আজ বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপ-সচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী নভেম্বর মাস থেকেই এ আদেশ কার্যকর হবে।
তবে শিক্ষকরা সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এবং তাদের পূর্ণ দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।