রাকসু নির্বাচন
৪ হলের ফলাফলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে ‘আধিপত্যবিরোধী ঐক্য’

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১টা পর্যন্ত ঘোষিত চারটি হলের প্রাথমিক ফলাফলে ভিপি ও এজিএস পদে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এগিয়ে রয়েছে। অন্যদিকে, জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
ফলাফল ঘোষণা করা হয়েছে মন্নুজান, রোকেয়া, তাপসী রাবেয়া ও খালেদা জিয়া হলে।
ভিপি পদে শীর্ষে মোস্তাকুর রহমান জাহিদ
চারটি হলের প্রাপ্ত ভোটের হিসেবে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ২,৬৮২ ভোট।
অন্যদিকে ‘ছাত্রদল’ সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ নুর উদ্দীন আবীর পেয়েছেন ৭২০ ভোট।
জিএস পদে এগিয়ে সালাহউদ্দিন আম্মার
‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ২,২৬২ ভোট,
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত ফাহিম রেজা, পেয়েছেন ১,৪২১ ভোট।
এজিএস পদে এগিয়ে সালমান সাব্বির
এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ১,৪২২ ভোট,
অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১,০৪৫ ভোট।