আজ থেকে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার শুরু হচ্ছে পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে; শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। এরপর আবেদনকারীকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে।
পরবর্তী ধাপে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফল দেখতে পারবেন এবং এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। প্রদেয় ফি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পরিশোধ করা যাবে।
ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে। ফি পরিশোধের পর আবেদন ‘জমা দিন’ বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে জমা দিতে হবে। তবে একবার ফি পরিশোধের পর আবেদন বাতিল বা সংশোধন করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরৎ দেওয়া হবে না।
এর আগে গত ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইট বা মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারেন।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে—২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেন।