নজরুল বিশ্ববিদ্যালয়ের বিগত আমলের অনিয়ম ও দুর্নীতির তথ্য আহ্বান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ গ্রহণ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ অভিযোগ দাখিলের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১০ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত ‘প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি’ সংক্রান্ত তদন্ত কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত সময়কালে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত যেকোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ আগামী ১৯ মার্চ ২০২৫-এর মধ্যে রেজিস্ট্রার দপ্তরের নির্ধারিত অভিযোগ বক্সে জমা দিতে হবে।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৮৭তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তদন্তের জন্য তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।