রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:১৬, ২৬ জুলাই ২০২৫

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সংগৃহীত

নটর ডেম কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে। ২৯ জুলাই রাত ১২টা থেকে ৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

শনিবার (২৬ জুলাই) নটর ডেম কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তি সংক্রান্ত সব তথ্য জানা যাবে বিজ্ঞপ্তিতে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নটর ডেম কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে।

 

দেশের সব কলেজে সরকারিভাবে লটারির মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তবে, কলেজে ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে বিভিন্ন কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য বিভিন্ন ধরনের জিপিএ চাওয়া হয়।

ভর্তির আবেদনে ন্যূনতম যোগ্যতা- বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ থাকতে হবে। মানবিক বিভাগে জিপিএ-৩ ও ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪ থাকতে হবে।

 

দেশে শুধু নিজস্ব প্রক্রিয়ায় নামকরা চারটি কলেজ যেমন—নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ভর্তির লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে। প্রার্থীদের সরাসরি নটর ডেম কলেজের ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদনকারী সব প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।