রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:৫০, ২৬ জুলাই ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে হলো ‘ফরেনসিক ও সাইবার নিরাপত্তা ইনস্টিটিউট’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে হলো ‘ফরেনসিক ও সাইবার নিরাপত্তা ইনস্টিটিউট’
সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ফরেনসিক ও সাইবার নিরাপত্তা ইনস্টিটিউট’ নামে একটি নতুন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের ১০১তম সভায় (১৮ নভেম্বর), সিন্ডিকেটের ২৬৫তম সভা (২৬ নভেম্বর) এবং বিশেষ সিনেট অধিবেশনে (১৫ ডিসেম্বর) গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

গত ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিযুক্ত সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দিন কাশেম-কে ইনস্টিটিউটটির একাডেমিক, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, এবং দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে ইনস্টিটিউটে (Institute of Forensic Science & Cyber Security) দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশটি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জারি করা হয়েছে এবং তা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।