জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাকাত ও কল্যাণ তহবিলের অষ্টম বৃত্তি বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবারের যাকাত ও কল্যাণ তহবিল (যাক-তহবিল, জবিপ) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) শহিদ সাজিদ ভবনের ৭১২ নম্বর কক্ষে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে অষ্টম বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি মনোনীত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন এবং বলেন, “বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় বৃত্তির সংখ্যা তুলনামূলকভাবে অপ্রতুল। শিক্ষার্থীবান্ধব এই ধরনের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে। আশা করা যায়, ভবিষ্যতে অধিকসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা সম্ভব হবে, যা তাদের আর্থিক অসচ্ছলতা মোকাবিলায় সহায়ক হবে।” তিনি আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাত একর জমিতে ছাত্রাবাস নির্মাণের কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে, যা শিক্ষার্থীদের আবাসন সংকট লাঘবে সহায়ক হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাক-তহবিল, জবিপ-এর সভাপতি ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে যাক-তহবিল, জবিপ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন এ বছরের বৃত্তি কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। তিনি জানান, এবার প্রায় ৬০০ শিক্ষার্থী বৃত্তির জন্য আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ৫৬০ জনের সাক্ষাৎকার নেওয়ার পর ৩টি ক্যাটাগরিতে মোট ২২০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়। এর মধ্যে 'এ' ক্যাটাগরিতে ২০ জন, 'বি' ক্যাটাগরিতে ৪৬ জন এবং 'সি' ক্যাটাগরিতে ১৫৪ জন শিক্ষার্থী নির্বাচিত হন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন দর্শন বিভাগের চেয়ারম্যান ও যাক-তহবিল সদস্য অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক বুশরা জামান।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত ‘যাকাত ও কল্যাণ তহবিল’ থেকে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়ে থাকে। মূলত ভর্তি ও সেমিস্টার ফরম পূরণের সময় অর্থনৈতিক সমস্যায় পড়া শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যেই এই তহবিল পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।