শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১৬:৩৪, ৩ জুলাই ২০২৫

সরকারি অনুদানে

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নজরুল বিশ্ববিদ্যালয়ের অভীক!

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নজরুল বিশ্ববিদ্যালয়ের অভীক!
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শ্রী অভীক চন্দ্র তালুকদার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০ লাখ টাকা সরকারি অনুদান পাচ্ছেন।

 

মঙ্গলবার (১ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 'হু হ্যাজ মেইড আস ফ্লাই?' শিরোনামের চলচ্চিত্রটির প্রযোজক অভীক চন্দ্র তালুকদার। চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ্ সাকিব সোবহান।

 

চলচ্চিত্রটির বিষয়ে অভীক তালুকদার জানান, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে চলচ্চিত্রটির প্লট নির্মিত হয়েছে। এটি একটি কাল্পনিক স্যাটায়ারধর্মী গল্পের ওপর ভিত্তি করে ১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। অভ্যুত্থান-পরবর্তী সময় থেকেই চিত্রনাট্য তৈরির কাজ শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাস থেকে অনুদানের প্রস্তাবনা তৈরির কাজ শুরু করি। বর্তমানে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে, যা শেষ হলে শুটিং শুরু করা হবে।

 

স্নাতকোত্তরে অধ্যয়নরত অভীক তালুকদার এর আগেও অভিনয়, পরিচালনা ও প্রযোজনায় কাজ করেছেন। তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দীপ্ত টিভি ও ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রচারিত হয়েছে। পাশাপাশি তিনি বাংলা একাডেমি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রে চলচ্চিত্র বিষয়ে গবেষণায় যুক্ত রয়েছেন।

 

প্রসঙ্গত, ২০২৪–২৫ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৩২টি চলচ্চিত্র নির্মাণে ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি।