জবিতে আইন ও ভূমি প্রসাশন’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ও লগো উন্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ভুমি ব্যবস্থাপনা আইন বিভাগ এর নাম পরিবর্তন করে,নতুন নাম "আইন ও ভূমি প্রসাশন করা হয়"। নতুন নাম এর উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিভাগের গ্যালারি রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবং কেক কেটে নতুন বিভাগের নাম ও লগো উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, আইন অনুষদ এর ডিন, খ্রীষ্টিয় রিচার্ডসন ম্যাম।
সভাপতিত্ব করেন, শ্রদ্ধেয় ড.শারমিন আকতার ম্যাম, চেয়ারম্যান, আইন ও ভূমি প্রশাসন বিভাগ।তাছাড়া বিশেষ অতিথি হিসেবে বিভাগের অনন্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যয় রিচার্ডসন ম্যাম বলেন, " নতুন নাম আমাদের নতুন পরিচয় বহন করবে। আর কেউ যেন বিভাগ নিয়ে বিভান্তির স্বীকার না হয়।, এবং আমাদরর সাফল্য ধারা যেন চলমান থাকে।
বিশেষ অতিথির বক্তব্যয়, শাকিল স্যার বলেন, নাম মানুষের পরিচয় বহন করে। তেমনি নতুন নামকরণ এর পরিচয়, শুধু দেশে নয় বিদেশে ও কর্মক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। কতজন জার্জ, কতজন এডভোকেট ও কতজন শিক্ষক হতে পারছে, তাহলে ই এর সার্থকতা প্রকাশ পাবে। উক্ত আলোচনা সভায় ছাত্র প্রতিনিধিরা তাদের আনন্দ , ও আকাঙ্ক্ষা তুলে ধরেন এবং শিক্ষক দের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, গত ২.৬.২০২৫ বিশ্ববিদ্যালয়ের ১০১ তম সিন্ডিকেট সভায়, ড. গিয়াসউদ্দিন আহমেদ,
(ভারপ্রাপ্ত রেজিস্ট্রার) ভূমি ব্যবস্থাপনা আইন বিভাগ এর নাম করন , আইন ও ভূমি প্রশাসন করা হয়।
উক্ত আলোচনা সভায়, বিভাগের ছাত্র - ছাত্রীরা উপস্থিত ছিলেন।