জবি’তে ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান ভূমিদাতা ও প্রখ্যাত দানবীর কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত প্রার্থনা সভার আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল।
সভায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রয়াত কিশোরী লাল রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রার্থনা সভার আয়োজক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, “আমরা আজ যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তি গঠনে কিশোরী লাল রায়ের অবদান অবিস্মরণীয়। তাঁর উদারতা ও শিক্ষানুরাগী মানসিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি তাঁর এই আত্মত্যাগ চিরদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।”
প্রার্থনা সভায় শিক্ষার্থীরা বলেন, “কিশোরী লাল রায়ের মহান দান এবং ত্যাগের ফলেই আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই অবস্থানে পৌঁছেছে। তাঁর মতো দানবীররা জাতির ইতিহাসে অমর হয়ে থাকেন।” সভায় তাঁর আত্মার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, কিশোরী লাল রায় জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়)-এর জন্য বহু মূল্যবান ভূমি দান করেছিলেন, যা পরবর্তীতে দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেয়।