যেভাবে ক্যান্সার থেকে বেঁচে ফিরেছেন সঞ্জয়

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত পর্দায় যেমন আলোচিত, বাস্তব জীবনেও তিনি যুগের পর যুগ ধরে সংবাদে ছিলেন। একসময় নেশার আঁধারে জীবন কাটানো সঞ্জয় বহু কষ্টের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সেই সংগ্রামের পাশাপাশি আরেকটি কঠোর লড়াই তাঁকে করতে হয়েছে—নিজের শরীরের সঙ্গে।
পাঁচ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হন সঞ্জয়। এটি ছিল তার জীবনের আরেকটি কঠিন অধ্যায়। অভিনেতার বায়োপিক ‘সঞ্জু’-তেও তুলে ধরা হয়েছে এই অধ্যায়টি। সাম্প্রতিক সময়ে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি পডকাস্টে সেই সময়ের কথা খুলে বলেন সঞ্জয়।
‘খলনায়ক’-খ্যাত এই অভিনেতা জানিয়েছেন, লকডাউনের সময়ে তার ক্যান্সার ধরা পড়ে এবং সেই সময় থেকেই লড়াই শুরু হয়। তিনি বলেন, “লকডাউনের সময়টা ছিল খুবই স্বাভাবিক। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার শ্বাসকষ্ট হতো। সিঁড়ি ভাঙতে পারতাম না। শরীরের ভিতরে কী হচ্ছে ঠিক বুঝতে পারতাম না। তাই একদিন বাধ্য হয়ে আমি আমার ডাক্তারকে ফোন করি। তিনি এক্সরে করার পরামর্শ দেন। দেখা যায়, আমার ফুসফুসের অর্ধেকেরও বেশি অংশে পানি জমে আছে। প্রাথমিকভাবে সকলেরই মনে হয়েছিল টিবি হয়েছে, তবে পরে জানা যায় আসল বিষয়টা।”
ক্যান্সারের খবর শুনে ভেঙে পড়েছিলেন সঞ্জয়। তিনি বলেন, “নিজেকে বোঝাতে কষ্ট হচ্ছিল। আমার বোন এসে বলল, ‘ক্যান্সার হয়েছে তো কী হয়েছে? সব ঠিক হয়ে যাবে।’ তার মুখের কথা শুনে আমি টানা দুই-তিন ঘণ্টা কান্না করেছি। আমার বাচ্চাদের মুখ, জীবন, স্ত্রী—সবই মনে হচ্ছিল। প্রথমে সিদ্ধান্ত নিই আমেরিকায় চিকিৎসা করব, কিন্তু ভিসা না পাওয়ায় এখানেই শুরু করি।”
সঞ্জয় এই রোগকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। নিয়মিত জিমে গিয়েছেন, ওজন কমিয়েছেন এবং অসুস্থতার মধ্যেও চেষ্টা করেছেন নিজেকে পুরনো ছন্দে ফিরিয়ে আনার। অবশেষে ২০২০ সালের অক্টোবর মাসে ঘোষণা করেন, তিনি ক্যান্সারমুক্ত। এই জার্নিকে সঞ্জয় জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।