প্রথমবার ভিএমএ জিতে আবেগঘন মারাইয়া ক্যারি

অবশেষে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) প্রথমবারের মতো পুরস্কৃত হলেন পপ ডিভা মারাইয়া ক্যারি। দীর্ঘ ক্যারিয়ারে আটবার মনোনয়ন পাওয়ার পরও কখনো পুরস্কার না জেতা এই তারকা এবারের আসরে পেলেন দুই-দুইটি সম্মান।
রোববার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত ভিএমএ এর আসরে মারাইয়া প্রথমবার হাতে তুললেন কাঙ্ক্ষিত মুন পারসন ভাস্কর্য। তার বহুল আলোচিত গান টাইপ ডেঞ্জারাস এর জন্য জিতলেন সেরা আরঅ্যান্ডবি ভিডিওর পুরস্কার। এরপর তাকে দেওয়া হয় সর্বোচ্চ সম্মানজনক মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড। পুরস্কার তুলে দেন সমসাময়িক তারকা আরিয়ানা গ্র্যান্ডে।
পুরস্কার হাতে নিয়ে মারাইয়া মঞ্চে বলেন, ‘‘বিশ্বাসই হচ্ছে না, আমার জীবনের প্রথম ভিএমএ আজ হাতে তুললাম। এমটিভি, এতদিন কীসের জন্য অপেক্ষা করছিলে?’’ রসিকতা করলেও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি।
৫৬ বছর বয়সী এই শিল্পী স্মৃতিচারণা করতে গিয়ে জানান, ১৯৯৭ সালে তিনি এলএল কুল জেকে ভ্যানগার্ড অ্যাওয়ার্ড দিয়েছিলেন। আর ১৯৯৮ সালে হুইটনি হিউস্টনের সঙ্গে মঞ্চে দ্বৈত উপস্থিতি ছিল তার ক্যারিয়ারের অন্যতম মুহূর্ত।
মারাইয়া বলেন, মিউজিক ভিডিও তার জীবনেরই অংশ। কখনো নিছক কল্পনা, আবার কখনো বাস্তবে না করা কাজও ভিডিওতে ফুটিয়ে তুলেছেন তিনি। নিজের ‘অল্টার-ইগো’ বিয়াঙ্কা চরিত্রে অভিনয় কিংবা জনপ্রিয় গান হানি তে এক দ্বীপে পালিয়ে যাওয়ার দৃশ্য তার সৃজনশীলতারই প্রমাণ।
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘‘সঙ্গীত বদলায়, ভিডিও বদলায়, কিন্তু আনন্দ চিরন্তন। ধন্যবাদ এমটিভিকে এবং ধন্যবাদ আমার ভক্ত পরিবার ‘ল্যামবিলি’ কে।’’
এর আগে মঞ্চে তিনি দর্শকদের মাতিয়ে তোলেন জনপ্রিয় গানগুলোর এক বর্ণিল মেডলিতে। পরিবেশন করেন সুগার সুইট, ফ্যান্টাসি, হানি, হার্টব্রেকার, অবসেসড ও উই বিলং টুগেদারসহ একাধিক হিট গান।
আগামী ২৬ সেপ্টেম্বর প্রকাশ পাচ্ছে মারাইয়ার নতুন অ্যালবাম হিয়ার ফর ইট অল। ভ্যানগার্ড পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের তালিকায় এবার তার নামও যুক্ত হলো, যেখানে আছেন কেটি পেরি, শাকিরা, জ্যানেট জ্যাকসন, রিহানা ও জেনিফার লোপেজ।