শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিনোদন ডেস্ক :

প্রকাশিত: ১১:২৪, ২ মে ২০২৫

‘সুগার ড্যাডি’ বিতর্কে ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা

‘সুগার ড্যাডি’ বিতর্কে ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা
সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।

কাজল আরেফিন অমির এই নাটকের মাধ্যমেই মূলত সর্বমহলে পরিচিতি পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন বহু নাটক ও বিজ্ঞাপনে, তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ তাকে দিয়েছে আলাদা পরিচয়।

নাটকের আগের চারটি সিজন দর্শকপ্রিয়তা পেয়েছে ব্যাপকভাবে। এবার আসছে এর পঞ্চম সিজন, যেখানে আবারও অন্তরার ভূমিকায় দেখা যাবে ফারিয়াকে। শিগগিরই সিজন ফাইভের শুটিংয়ে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া শাহরিন শোবিজে নিজের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন। মিডিয়া জগতে অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে চলমান বিতর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

ফারিয়া বলেন, “মিডিয়াতে থাকলে টাকা কামানো যায়— এটা সত্যি। কিন্তু আমার গাড়ি-বাড়ি কিছুই নেই। আমি এখনও বাবার গাড়িতে চলাফেরা করি। যারা কম কাজ করেছে, সততার সঙ্গে টিকে আছে, তাদের পক্ষে এত টাকা রোজগার করা সম্ভব না যদি না সুগার ড্যাডি থাকে।”

তিনি আরও বলেন, “আমার নিজের কোনো বাড়ি নেই, আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি থাকার সম্ভাবনা একশো ভাগ নেই।”

ব্যক্তিগত সততা ও পেশাগত আন্তরিকতা দিয়ে শোবিজে নিজের অবস্থান ধরে রাখতে চান ফারিয়া।

সম্পর্কিত বিষয়: