আগের জেনারেশনের তুলনায় অপো এ৬ প্রো’তে অসাধারণ ৪২৫% প্রবৃদ্ধি

অপো বাংলাদেশ তার নতুন অপো এ৬ প্রো ডিভাইসের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। ফোনটি এর আগের জেনারেশনের তুলনায় ৪২৫% বিক্রয় প্রবৃদ্ধি অর্জনের গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। অপো এ৬ প্রো ডিভাইসটি বাজারে আসার পর থেকেই এর সমৃদ্ধ পারফরম্যান্স ও পরিশীলিত ডিজাইনের কারণে দেশের স্মার্টফোন উত্সাহীদের মনোযোগ কেড়েছে।
অপো এ৬ প্রোতে রয়েছে আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি সক্ষমতা, আইপি৬৯-মানের ওয়াটারপ্রুফ বডি, ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং সুপারকুল ভিসি সিস্টেম, যা একটি স্মার্টফোনে নির্ভরযোগ্যতা ও সহনশীলতার সংজ্ঞাকে নতুনভাবে নির্ধারণ করেছে। এর বুদ্ধিদীপ্ত এআই-সক্ষম ক্যামেরা সিস্টেম ও স্মার্ট এডিটিং টুল ব্যবহারকারীদের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করবে। ফলে পানির নিচে সহজেই ভিডিও ও ছবি ধারণ করা সম্ভব হবে, যা অ্যাডভেঞ্চারপ্রিয় ক্রেতাদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬ প্রো’র প্রতি এই অভূতপূর্ব সাড়া বাংলাদেশি ক্রেতাদের অপোর প্রতি বিশ্বাস ও ভালোবাসার প্রমাণ। অপো এ৬ প্রোকে আমরা কেবল একটি ফোন হিসেবে তৈরি করি নি; বরং এটি একটি নিত্যসঙ্গী, যা যেকোনো রকম লাইফস্টাইলের সাথে মানিয়ে চলতে সক্ষম। আউটডোর কার্যক্রম থেকে শুরু করে প্রতিদিনের মাল্টিটাস্কিং, সবক্ষেত্রেই ব্যবহারকারীদের কর্মক্ষমতা, টেকসই ও স্টাইল দিয়ে আরও শক্তিশালী করে তুলবে এই ডিভাইস। এমন অসাধারণ বিক্রয় প্রবৃদ্ধিতে আমাদের লক্ষ্য প্রতিফলিত হওয়া সত্যিই অনুপ্রেরণামূলক।”
এখন দেশের সব অপো ব্র্যান্ড শপ, অথোরাইজড রিটেইল আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে অপো এ৬ প্রো (৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ), রোজউড রেড ও স্টেলার ব্লু এই দুইটি অনন্য কালারে পাওয়া যাচ্ছে, যার মূল্য মাত্র ৩৪,৯৯০ টাকা।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh বা ওয়েবসাইট https://www.oppo.com/bd/smartphones/series-a/a6-pro/ ভিজিট করুন।