বিশ্বের সবচেয়ে উন্নত স্মার্টফোন ‘অপো ফাইন্ড এন৫’ এখন দেশে

বিশ্বখ্যাত স্মার্ট টেকনোলজি ইনোভেশন ব্র্যান্ড অপো তাদের সর্বাধুনিক ফোল্ডেবল ডিভাইস ‘অপো ফাইন্ড এন৫’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নিয়ে এসেছে। বিশ্বের সবচেয়ে পাতলা বুক-স্টাইল ফোল্ডেবল এই স্মার্টফোনটি ডিজাইন ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীরা এখন সরাসরি এই ফোনটি ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আলফা, বেটা ও জোন ১ এবং যমুনা ফিউচার পার্কের অপো পার্ক, দর্পণ ও মিস কল আউটলেটে।
মাত্র ৮.৯৩ মিমি ফোল্ড ও ৪.২১ মিমি আনফোল্ড অবস্থায় অপো ফাইন্ড এন৫ তার স্লিম ডিজাইনের মাধ্যমে এনেছে এক নতুন অভিজ্ঞতা। এতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম অ্যালয় ফ্লেক্সিকন হিঞ্জ প্রযুক্তি, যা ফোল্ডিং মেকানিজমে এনে দিয়েছে ব্যতিক্রমী স্ট্রেন্থ ও ফ্লুইডিটি। পাশাপাশি শিল্ডেড অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম নিশ্চিত করছে টেকসই গঠন এবং হাতে উচ্চমানের অনুভূতি।
৮.১২ ইঞ্চির এলটিপিও ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্জ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। ফলে স্ক্রল, সোয়াইপ কিংবা ভিডিও স্ট্রিমিং – প্রতিটি ব্যবহার হবে আরও বেশি নিখুঁত ও স্মুথ। এতে ব্যবহৃত আলট্রা-থিন ন্যানোক্রিস্টাল গ্লাস ও ডুয়েল শিল্ডেড ফ্লেক্সিবল স্ক্রিন ফোনটিকে দিয়েছে বাড়তি সুরক্ষা এবং প্রতিটি কোন থেকে পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
পারফরম্যান্সে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাল্টিটাস্কিং, ভারি অ্যাপ চালানো কিংবা ক্রিয়েটিভ কাজ – সব ক্ষেত্রেই এটি দিবে সাবলীল পারফরম্যান্স।
ফোনটিতে রয়েছে ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার সঙ্গে যুক্ত আছে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস এয়ারভুক চার্জিং প্রযুক্তি। মাত্র কয়েক মিনিটের চার্জেই সারাদিন নিশ্চিন্ত ব্যবহার সম্ভব।
ছবি তোলার দিক থেকে অপো ফাইন্ড এন৫ একটি অনন্য উদাহরণ। এতে হ্যাসেলব্লাডের সঙ্গে কো-ডেভেলপড ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে – ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, ৫০ মেগাপিক্সেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। উন্নত এআই প্রযুক্তি ব্যবহারে ছবি হবে ঝকঝকে ও প্রফেশনাল কোয়ালিটির।
ব্যবহারকারীদের ডিজিটাল লাইফ সহজ করতে এতে রয়েছে কালারওএস ১৫, যা অপো সিস্টেম কানেক্টের মাধ্যমে ম্যাক সিস্টেমের সঙ্গেও ইন্টিগ্রেশন নিশ্চিত করে। ফলে ফাইল ট্রান্সফার, ডিভাইস কন্ট্রোলসহ সবকিছু হবে আরও স্মার্ট ও কার্যকর।
নেটওয়ার্ক কানেক্টিভিটির দিক থেকেও ফোনটি শক্তিশালী। উন্নত অ্যান্টেনা আর্কিটেকচারের কারণে দুর্বল সিগন্যাল কিংবা প্রতিকূল পরিবেশেও এটি নিরবিচারে কাজ করতে পারবে।
এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর সালটেক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “অপো ফাইন্ড এন৫ কেবল কোনো সাধারণ স্মার্টফোন নয়। এটি ভবিষ্যতের এলিগেন্ট ও ইন্টেলিজেন্ট স্মার্টফোনের প্রতিচ্ছবি। এই ডিভাইস মানুষের সৃজনশীলতা, কার্যক্ষমতা ও ডিজিটাল অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।”
প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অপো ফাইন্ড এন৫ হতে পারে আদর্শ সঙ্গী। স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক অথবা অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ: facebook.com/OPPOBangladesh