শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৬, ১৮ অক্টোবর ২০২৫

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০
ছবি: সংগৃহীত

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে আবারও রক্তক্ষয়ী সহিংসতা। কান্দাহার প্রদেশের সীমান্তবর্তী স্পিন বোলদাক শহরে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় ৪০ জন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছেন স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা।

সীমান্তঘেঁষা স্পিন বোলদাক শহরটি দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু। গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষের পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিমান বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

হামলার শিকার এবং আহত হাজি বাহরাম নামের এক ব্যক্তি তোলো নিউজকে বলেন, “আমি ইতিহাসে কখনও এমন অবিচার দেখিনি। একটি দেশ, যারা নিজেদের মুসলিম বলে দাবি করে— তারা এখানে নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপরে হামলা করল।”

হামলায় নিহতদের মরদেহ স্থানীয় স্পিন বোলদাক কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। শত শত স্থানীয় বাসিন্দা জানাজা ও দাফনে অংশ নেন।

জনপ্রিয়