শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ১৮ অক্টোবর ২০২৫

নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড
ছবি: সংগৃহীত

ভারতের নারী ক্রিকেটে জন্ম নিল এক নতুন রেকর্ডের গল্প। মহারাষ্ট্রের ওপেনার কিরণ নবগিরে শুক্রবার নাগপুরে নারী টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে খেললেন এক অবিশ্বাস্য ইনিংস—মাত্র ৩৪ বলে সেঞ্চুরি, যা নারী টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্রুততম শতক।

মাত্র ৩৫ বল খেলে অপরাজিত ১০৬ রান করেন নবগিরে। তার ইনিংসটি ঝলমলে ১৪টি চার ও ৭টি ছক্কায় সাজানো। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে পাঞ্জাবের বোলারদের কোনো জবাবই ছিল না।

নবগিরের তাণ্ডবে ভর করে মহারাষ্ট্র মাত্র ৮ ওভারেই ১১১ রানের লক্ষ্য তাড়া করে ফেলে। দলটি জেতে ৯ উইকেটের ব্যবধানে। ইনিংসের অন্যপ্রান্তে তার সঙ্গী মুকতা মাগরে অপরাজিত থাকেন ৬ রানে।

৩১ বছর বয়সী এই ব্যাটার ভারতের হয়ে এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তবে নাগপুরে তার ইনিংসটি ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। কারণ তার স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬ — নারী ক্রিকেট ইতিহাসে একমাত্র সেঞ্চুরি যেখানে কোনো ব্যাটার ৩০০-এর ওপরে স্ট্রাইক রেটে শতক করেছেন।

এর মাধ্যমে কিরণ নবগিরে ভেঙেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার সোফি ডিভাইনের রেকর্ড, যিনি ২০২১ সালে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন।

তবে আন্তর্জাতিক পর্যায়ে দ্রুততম শতকের রেকর্ড এখনো ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্দ্রা ডটিনের দখলে রয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন।

জনপ্রিয়