সোমবার ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১৩ মার্চ ২০২৪

আর্থিক সঙ্কটের কারনে

বেতন নেবেন না পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী

বেতন নেবেন না পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি

পাকিস্তান আর্থিক সঙ্কটের কারনে দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ঘোষণা দিয়েছেন, এ পদে নিয়োজিত থাকাকালীন কোনো বেতন নেবেন না তিনি।

মঙ্গলবার (১২ মার্চ) পাকিস্তানের রাষ্ট্রপতির সচিবালয় থেকে জারি করা এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম খবর- এনডিটিভি।

জানা যায়,‘পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায় রাষ্ট্রপতি এ সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (৯ মার্চ) পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়েছেন। 

আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে।

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়