রোববার ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ২০ সেপ্টেম্বর ২০২৫

চাঁদাবাজির অর্ধেকের বেশি ঘটাচ্ছে নতুনরা

চাঁদাবাজির অর্ধেকের বেশি ঘটাচ্ছে নতুনরা
ছবি: সংগৃহীত

“প্রতিদিন জাতীয় দৈনিকে প্রকাশিত হয় নানা গুরুত্বপূর্ণ খবর। সেখান থেকে আলোচিত কয়েকটি খবরের সংকলন দেওয়া হলো।”

প্রথম আলো

দস্যুতায় ফিরছে আত্মসমর্পণকারীরা, ‘দুলাভাই বাহিনী’সহ ১৪ দল সক্রিয়

চোখ মুছছিলেন ফয়েজ আলী (ছদ্মনাম)। বললেন, ‘ছেলেকে ফিরে পেয়ে মনে হলো আমি আবার জন্ম নিলাম।’ কয়রার এই বৃদ্ধের মুখে স্বস্তির সঙ্গে আতঙ্কের ছাপ। ডাকাতেরা বলেছিল, ৩০ হাজার টাকা না দিলে ঘরে ফিরবে ছেলের লাশ।

যুগান্তর

সম্পদের ৭৮ ভাগই ঝুঁকিপূর্ণ

লুটপাটের কারণে একীভূতকরণের তালিকায় থাকা বেসরকারি খাতের পাঁচ ইসলামি ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা ব্যাংকগুলোর মোট সম্পদের প্রায় ৭৮ শতাংশ। আর মোট সম্পদের ৯৫ শতাংশই আমানতকারীদের অর্থ থেকে বিনিয়োগ করা হয়েছে, যার সিংহভাগই এখন খেলাপি। ঋণের নামে এসব অর্থ ব্যাংক থেকে লুট করে বিদেশে পাচার করা হয়েছে। এই অর্থ আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, মন্দ বিনিয়োগের বিপরীতে দেড় লাখ কোটি টাকার প্রভিশনের চাহিদার বিপরীতে এক টাকাও নেই। ফলে ব্যাংকের সম্পদ পুনরুদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর সব ধরনের আর্থিক সূচকে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

কালের কণ্ঠ

হেলিকপ্টারের পালে নির্বাচনের হাওয়া

আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠছে। প্রার্থীদের প্রচারণা, ভিআইপি ব্যক্তিদের ভ্রমণ—সব ক্ষেত্রে বাড়ছে হেলিকপ্টারসেবার প্রতি আগ্রহ। নির্বাচনের সময় প্রার্থীদের যাতায়াতের গতি বাড়ানো, দূরবর্তী অঞ্চলে দ্রুত পৌঁছা, অল্প সময়ে একাধিক কর্মসূচিতে যোগ দিতে হেলিকপ্টারকে এখন অপরিহার্য একটি বাহন হিসেবে দেখা হচ্ছে। এ উপলক্ষে নীতি জটিলতায় থাকা হেলিকপ্টার খাত ঘুরে দাঁড়ানোর আশা করছে।

আজকের পত্রিকা

নতুন ৬ কারাগারে রাখা হবে ‘বিশেষ বন্দীদের’

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে। কারাগারগুলোতে বন্দীদের চাপ কমাতে নতুন ছয়টি কারাগার করা হচ্ছে। এর মধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার চালু হয়েছে। বাকি চারটি জেলা কারাগার চলতি বছরেই চালু হবে। এসব কারাগারে বিশেষ বন্দীদের রাখা হবে।

কালের কণ্ঠ

বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা

কঠিন সংকটে দেশের ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের এক বছর পরও শান্তি, স্বস্তি কিংবা আস্থা কোনোটাই ফেরেনি। বরং অনেক ক্ষেত্রে তাঁরা আরো বেশি অনিরাপদ ও ঝুঁকিতে। অর্থনীতির প্রাণ ব্যবসায়ীরা সরকারের কাঙ্ক্ষিত মনোযোগ পাননি।

আজকের পত্রিকা

চাঁদাবাজিতে নতুন মুখ ৫৭ শতাংশ

চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে। চাঁদাবাজি ও অবৈধ দখলে জড়ানোর পেছনে আওয়ামী লীগ সরকারের পতনে সৃষ্ট শূন্যতা ও অস্থিরতার কারণে অসাধু নতুন লোকজনের সুযোগ নেওয়ার প্রবণতাসহ ৬টি কারণ চিহ্নিত করেছে পুলিশ।

প্রথম আলো

বিটিআরসি যেন টেলিটকের ‘মামাবাড়ি’

রাষ্ট্রমালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের দেনা বাড়ছেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছেই দেনার পরিমাণ সাড়ে ৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যার বেশির ভাগই তরঙ্গের দাম।

কালের কণ্ঠ

রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ

কুমিল্লা জেলার পাঁচ উপজেলার প্রায় ১০৬ কিলোমিটার ভারতীয় সীমান্তের ১৬টি পয়েন্ট দিয়ে রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে চাঁদপুরের ইলিশ। এ কাজে সক্রিয় রয়েছে বাংলাদেশ ও ভারতের কমপক্ষে ছয়টি চক্র।

বণিক বার্তা

উচ্চ মাধ্যমিকে ১০, স্নাতকে ৪৫ ও পিএইচডিতে মাত্র ৫ নম্বর!

চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ এশিয়ার অন্যান্য দেশের বেশকিছু বিশ্ববিদ্যালয় গত কয়েক দশকে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ভালো অবস্থানে পৌঁছেছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রতি বছর বিশ্বব্যাপী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নানা ধরনের র‍্যাংকিং করে। তাদের র‍্যাংকিং অনুযায়ী বিশ্বের সেরা ১০০টির মধ্যে চীনের পাঁচটি, মালয়েশিয়ার একটি ও সিঙ্গাপুরের দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। ভারতের কোনো বিশ্ববিদ্যালয় সেরা ১০০-তে জায়গা না পেলেও দেড়শর মধ্যে স্থান পেয়েছে তিনটি।

কালবেলা

সিক্রেট ডকুমেন্ট সম্পাদনার পুরস্কার ২২ ফ্ল্যাট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি) সংগৃহীত বিভিন্ন তথ্যের গোপন নথিপত্রের সংকলন ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।

বণিক বার্তা

দেশের ৮৮% স্ট্রোকের রোগী জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত

বাংলাদেশের অধিকাংশ স্ট্রোকের রোগীই দেরিতে হাসপাতালে আসেন। আবার যে হাসপাতালে প্রথমে চিকিৎসার জন্য যান সেখান থেকে বিশেষায়িত হাসপাতালে রেফার করতেও বিলম্ব হয়। এমনকি ওই হাসপাতালে পৌঁছার পর চিকিৎসা শুরু হতেই সময় লাগে গড়ে দেড় ঘণ্টা। ফলে দেশের ৮৮ শতাংশ স্ট্রোকের রোগী জীবন রক্ষাকারী চিকিৎসা থ্রম্বোলাইসিস থেকে বঞ্চিত হন।

যুগান্তর

লাইসেন্স নেই, তবু তারা বিমান ইন্সপেকশনে!

অবৈধ পরিদর্শকের তদারকিতে চলছে দেশের আকাশপথ ব্যবস্থাপনা। পাইলটদের লাইসেন্স নবায়ন, চেক রাইড ও সনদ অনুমোদন সবই চলছে নিয়মবহির্ভূতভাবে। পরিদর্শকদের নেই যথাযথ লাইসেন্স কিংবা শারীরিক ফিটনেস। অনেকেই হারিয়েছেন ফ্লাইং কারেন্সি। একদিকে ভঙ্গ হচ্ছে আন্তর্জাতিক নীতিমালা। ঝুঁকির মুখে পড়েছে যাত্রীসাধারণের নিরাপত্তা। অন্যদিকে বাংলাদেশ ক্যাটাগরি ওয়ান উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এসব অবৈধ এফওআই। যুগান্তরের মাসব্যাপী অনুসন্ধানে চাঞ্চল্যকর এসব তথ্য বেরিয়ে এসেছে।

সমকাল

এখনও তদন্তে আশাবাদী হতে পারছেন না স্বজনরা

‘বেঁচে থাকতে বিচার পাব– এমন আশা ছেড়ে দিয়েছি। কাঁদতে কাঁদতে দুই চোখ নষ্ট করে ফেলেছি। র‍্যাবের কাছ থেকে মামলা পিবিআইতে গেলে মনে হচ্ছিল, কিছু একটা হবে। এখন দেখছি, কোনো কিনারা হচ্ছে না। আগে জানলে ছেলেকে সাংবাদিকতা করতে দিতাম না।’ 

গত বুধবার এমন আক্ষেপ ঝরল সাংবাদিক সাগর সরওয়ারের মা সালেহা মনিরের কণ্ঠে। ছেলে ও ছেলের বউকে হারিয়েছেন ১৩ বছর সাত মাস আগে।   

ডয়চে ভেলে

বাংলাদেশে প্রতিমা ভাঙে বাতাসে, মাজার ভাঙে অজ্ঞাতে

নানা ঘটনায় অজ্ঞাত শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া বাংলাদেশে অবশ্য নতুন কিছু নয়৷ 

এমন মামলা পুলিশের জন্য দারুণ এক সুযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে যথেচ্ছ ‘মামলা বাণিজ্য' করার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। কিন্তু এক বছর ধরে নানা স্থানে অসংখ্য মাজারে হামলার ধারাবাহিকতায়  সেই পুরনো ধারায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে কি হামলা থামানো সম্ভব? নাকি হামলাকারীদের ‘বিশেষ ছাড়'ই অলঙ্ঘনীয় নিয়তি? 

মন্দিরে হামলার সমস্ত দায় বাতাসের ওপর চাপানো থেকেই বা কী বার্তা যায় হামলাকারীদের কাছে? এমন হামলা থামাতে হবে? নাকি চলছে, চলুক?

সূত্র: ঢাকা পোস্ট