মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ১৫ ডিসেম্বর ২০২৫

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

"গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে, এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।"

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক এবং আরও স্থিতিশীল হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি জানিয়েছেন, বিদেশে ওসমান হাদির চিকিৎসার জন্য যা খরচ হবে, তা সম্পূর্ণরূপে অর্থ মন্ত্রণালয় দ্বারা বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনি ব্যয়ের কোনো সমস্যা হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন এবং উল্লেখ করেছেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে।

এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরে ওসমান হাদিকে মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে পাঠানো হবে। তার সঙ্গে চিকিৎসক দল এবং ভ্রমণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয়