ফয়সালের ভিডিও আমরা পরীক্ষা করছি : ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তিনি বলেন, “ভিডিওটি আমরা পরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে যথাযথ মন্তব্য জানানো হবে।”
নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নিরাপত্তার প্রয়োজন ও ঝুঁকি বিশেষ পুলিশ (এসবি) যাচাই করে। যাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, তাদের গানম্যান দেওয়া হয়। ইতিমধ্যে অনেককে গানম্যান দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও যাচাইয়ের পর প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা একটি সীমিত সম্পদের দেশে কাজ করি। নির্বাচন আমাদের প্রথম অগ্রাধিকার। সব লোকবল নিরাপত্তার কাজে নিয়োগ করলে ভোটকেন্দ্র পাহারা দেওয়ায় সমস্যা হবে। তাই আমাদের রিসোর্সকে সমন্বয় করে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”



























