সোমবার ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ৩ জানুয়ারি ২০২৬

অনেক বছর পর প্রকৃত ভোট হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

অনেক বছর পর প্রকৃত ভোট হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
ছবি: সংগৃহীত

অনেক বছর পর এবার প্রকৃত ভোট হবে, যেখানে সরকারের কোনো পক্ষপাতিত্ব থাকবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমরা যে ভোটের আয়োজন করছি, তা প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বৈরাচারী শাসনব্যবস্থা থাকলে সকল ব্যবস্থাতেই তার লোকজন প্রভাব বিস্তার করে। সেটার মনস্তত্ত্বও সে রকম হয়ে যায়। সেই পরিবেশের বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচন আয়োজন করছি—একটি গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। তবে, পরাজিত শক্তি কিছু বাধা সৃষ্টি করতে পারে।”

তিনি আরও বলেন, “পরাজিত শক্তি বিভিন্নভাবে আতঙ্ক তৈরি করছে। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অপশক্তিকে প্রতিহত করা সম্ভব হয়েছে, তাই বাকি চ্যালেঞ্জগুলোও সরকার সফলভাবে মোকাবিলা করতে পারবে। এজন্য শুরু থেকেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম হাতে নিয়েছে।”

নির্বাচনকালীন পরিবেশ নিয়ে উপদেষ্টা বলেন, “ভোটের সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। সরকারের আশা, তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তাই সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে গণভোট ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: