ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা করলো অন্তর্বর্তী সরকার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
তিনি জানান, “মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার সময় ১০ দিন ছুটি থাকবে।”
এর আগে, চলতি বছর ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ভোগ করে দেশবাসী। তখন সরকার প্রাথমিকভাবে পাঁচ দিনের ছুটি ঘোষণা করলেও, নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি বাড়ানো হয়। এর সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ মার্চ অফিস খোলা থাকার পরও অনেকেই সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পান।