অনলাইন জুয়া নিষিদ্ধ!

সকল ধরনের অনলাইন জুয়া নিষিদ্ধ করে নতুন সাইবার নিরাপত্তা আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।
তিনি বলেন, “নতুন আইনে শুধু অনলাইন জুয়া নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে যা আগের আইনে অন্তর্ভুক্ত ছিল না।”
ব্রিফিংয়ে জানানো হয়, পূর্ববর্তী সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এসব ধারায় করা মামলার ৯৫ শতাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। ফলে এ সকল মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বৈঠকে আরও দুটি আইনের অনুমোদন দেয়া হয়—‘সীমানা পুনঃনির্ধারণ আইন’ এবং ‘সিভিল প্রসিডিউর কোর্ট (সিপিসি)’ আইন। নতুন আইনের ফলে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কাজের স্বাভাবিকতা বজায় রাখতে ১৭ ও ২৪ মে (শনিবার) অফিস খোলা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ।