’বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ_সমস্যা_উত্তরণ)’ শীর্ষক প্রতিযোগিতা"

উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের আয়োজিত জুলাই বিপ্লব -২০২৪ স্মরণে 'বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ-সমস্যা-উত্তরণ)' শীর্ষক এক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন।
বিচারক প্যানেলে ছিলেন সহকারী অধ্যাপক ড. মোঃ কামালউদ্দিন খান , সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবি ও সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক আফরিন হুদা।
প্রতিযোগিতায় সরকারি দলে ছিলেন বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী দূর্বা, পারিহান, সানজিদ এবং আয়াত। বিরোধী দলে ছিলেন বিভাগের ২০তম আবর্তনের শিক্ষার্থী সৌরভ, তাওহিদ ও জাবেদ।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন বলেন 'এই বিতর্ক অনুষ্ঠানের যুক্তিগুলোই আমেদের দর্পণ হিসেবে কাজ করবে।' অনুষ্ঠানের সভাপতি বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন বলেন 'আমাদের শিক্ষার্থীরা চাইলে এরকম বিতর্ক প্রতিযোগিতা আমরা আরো আয়োজন করবো।'
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।