মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ২২:৫৫, ৪ আগস্ট ২০২৫

নোয়াখালীতে

জুলাই শহীদদের স্বরণে ভিডিও চিত্র প্রদর্শনী ও দোয়ার আয়োজন

জুলাই শহীদদের স্বরণে ভিডিও চিত্র প্রদর্শনী ও দোয়ার আয়োজন
সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় গোরাপুর মাদ্রাসা ছাত্র ফোরামের উদ্যোগে জুলাই ভিডিও প্রদর্শনী ও জুলাই-আগষ্ট আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৪ আগষ্ট) বেলা ১১ টায় গোরাপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার একটি হলরুমে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাজ্জাদুর রহমান রাতুল এর সভাপতিত্বে ও তাজুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গোরাপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর হাসান, উপাধ্যক্ষ মাওলানা নুর হোসেন, শিক্ষক প্রতিনিধি মিসবাহ উদ্দিন ও মাদ্রাসার এডহক কমিটির সদস্য হোসনে এলাহী শাকি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দূর্গানগর গ্রামের শহীদ রায়হানের মাতা ও রতনপুর গ্রামের শহীদ নুর হোসেন পিয়াস এর পিতা-মাতা উপস্থিত ছিলেন।

 

এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে জুলাই-আগস্ট আন্দোলনের ভিডিও প্রদর্শন করা হয়। পরবর্তীতে প্রদর্শিত আলোকচিত্র থেকে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে গোরাপুর মাদ্রাসা ছাত্র ফোরামের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ