নোয়াখালীতে
জুলাই শহীদদের স্বরণে ভিডিও চিত্র প্রদর্শনী ও দোয়ার আয়োজন

নোয়াখালী সদর উপজেলায় গোরাপুর মাদ্রাসা ছাত্র ফোরামের উদ্যোগে জুলাই ভিডিও প্রদর্শনী ও জুলাই-আগষ্ট আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) বেলা ১১ টায় গোরাপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার একটি হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাজ্জাদুর রহমান রাতুল এর সভাপতিত্বে ও তাজুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গোরাপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর হাসান, উপাধ্যক্ষ মাওলানা নুর হোসেন, শিক্ষক প্রতিনিধি মিসবাহ উদ্দিন ও মাদ্রাসার এডহক কমিটির সদস্য হোসনে এলাহী শাকি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দূর্গানগর গ্রামের শহীদ রায়হানের মাতা ও রতনপুর গ্রামের শহীদ নুর হোসেন পিয়াস এর পিতা-মাতা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে জুলাই-আগস্ট আন্দোলনের ভিডিও প্রদর্শন করা হয়। পরবর্তীতে প্রদর্শিত আলোকচিত্র থেকে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে গোরাপুর মাদ্রাসা ছাত্র ফোরামের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেওয়া হয়।