মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৪, ৫ আগস্ট ২০২৫

‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ: ইতিহাস বিকৃতি রোধে ৫ দফা দাবি

‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ: ইতিহাস বিকৃতি রোধে ৫ দফা দাবি
সংগৃহীত

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি নতুন নাগরিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।

 

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় সংগঠনটির সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধাদের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মহান মুক্তিযুদ্ধ কেবল ভূখণ্ড, পতাকা বা সংগীত নয়—এটি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। অথচ আজ ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে। কথিত ‘জুলাই ঘোষণাপত্র’ ও সাম্প্রতিক বক্তব্যসমূহে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে।”

 

‘মঞ্চ ৭১’-এর পাঁচ দফা দাবি:

  • ১. ‘জুলাই ঘোষণাপত্রে’ মুক্তিযুদ্ধবিরোধী কোনো বক্তব্য রাখা যাবে না; থাকলে তা প্রত্যাখ্যান করতে হবে।
  • ২. মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে সংবিধান প্রণয়নের চেষ্টা চলতে দেওয়া যাবে না।
  • ৩. রাজনৈতিক ব্যর্থতার দায়ে সমগ্র মুক্তিযোদ্ধা সমাজকে দোষারোপ করা যাবে না।
  • ৪. মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও বিচার নিশ্চিত করতে হবে।
  • ৫. অন্তর্বর্তীকালীন সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে।

‘মঞ্চ ৭১’ জানিয়েছে, এই দাবিগুলো উপেক্ষা করা হলে তারা রাজধানী ঢাকায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এবং “প্রয়োজনে ইতিহাস রক্ষায় জীবনবাজি রাখতেও প্রস্তুত” বলে উল্লেখ করেছে।

অধ্যাপক মাহমুদ বলেন, “এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি ইতিহাস, স্বাধীনতা এবং শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধতার প্রকাশ।”

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ