মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২১:৩৯, ৪ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের
সংগৃহীত

এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা আছেন তারা কে, কার সুপারিশে এখানে এসেছেন, সেটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

 

সম্প্রতি একটি পত্রিকায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ দাবি জানান তিনি। গণ-অভ্যুত্থানে শহীদ ও অঙ্গ হারানো মানুষের আকাঙ্ক্ষাকে অন্তর্বর্তী সরকার ধারণ করছে না বলেও অভিযোগ করেছেন সামান্তা শারমিন।

 

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজে এটা নাই যে কতজনের লাশের ওপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে।

 

এনসিপির এই নেত্রী বলেন, ‘বৈষম্যের শিকার বলে অনেক সচিব যোগ দিয়েছেন। বিভিন্ন জায়গায় জোর তদবির করে অনেকে সচিব হয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে পররাষ্ট্র, অর্থ, শিক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব সচিবরা আছেন, তারা কার সুপারিশে এসেছেন, তা উন্মুক্ত করা হোক। যারা উপদেষ্টা হয়েছেন, তারা কার সুপারিশে এসেছেন, তা উন্মুক্ত করা হোক।

 

সামান্তা শারমিন বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যে সন্দেহ ও আশঙ্কার রাজনীতি বিদ্যমান, সেটি পরিবর্তনের চেষ্টা দরকার। কিন্তু সেই চেষ্টাটা কিভাবে করবেন যদি এখনো আমরা অনেক কথা বলতে না পারি।’ 

 

মৌলিক সংস্কারে আপস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন যদি আপস করেন তাহলে আবারও একই পরিস্থিতিতে আমরা পড়ব। এখনই আইন কাঠামো পরিবর্তন করেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ