নির্বাচনী এলাকার সীমানা সংক্রান্ত ৪ শতাধিক আবেদন ইসিতে

বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের আপত্তি অভিযোগের পর নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনীর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সীমানা পুনর্নির্ধারণের কার্যক্রম এগিয়ে নিবে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে সীমানা সংক্রান্ত চার শতাধিক আবেদন নির্বাচন কমিশনে জমা আছে।
মঙ্গলবার (৭ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
ইসির সিনিয়র সচিব জানান, সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনী পাওয়ার পরে সিদ্ধান্ত হবে যে, এটা কীভাবে করবো। আমরা উপদেষ্টা পরিষদের অনুমোদনের কপিটা পাওয়ার পর এটা নিয়ে সিদ্ধান্ত হবে। সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি কমিটির মাধ্যমে করা হবে, নাকি যাচাই-বাছাইয়ের মাধ্যমে করে করা হবে তা পরে জানানো হবে।
তিনি বলেন, সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আমাদের কাছে প্রচুর আবেদন আছে। সীমানা সংক্রান্ত বিষয়ে আমাদের কাছে প্রায় ৪০০ বেশি আবেদন আছে। যে সব আবেদন ইসিতে আছে সেগুলোর সমস্যা সমাধান করা হবে। সীমানা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে যে কেউ স্ব-উদ্যোগে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবে।
এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ইসির সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আবেদনটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।