স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই এ দেশের নিয়তি: আসিফ মাহমুদ

"স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এ দেশের ভাগ্য"—এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেছেন, “আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এ দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি।”
পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—
আওয়ামী লীগ, নর্থ এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে।
আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এ দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এ দেশের ভাগ্য।