চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন ড.ইউনূস: নাহিদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনার খবরে তার সঙ্গে সরাসরি দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে নিশ্চিত করে বলেন, "দেশের চলমান পরিস্থিতি ও স্যারের পদত্যাগ নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে কথা বলতেই দেখা করতে গেছি।"
তিনি জানান, প্রধান উপদেষ্টা বর্তমানে দেশের রাজনৈতিক অচলাবস্থা এবং নিজের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নাহিদ ইসলাম বলেন, "স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারি... যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ-অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার... কিন্তু পরিস্থিতি যেভাবে জিম্মি করছে, আমি তো এভাবে কাজ করতে পারব না।"
ড. ইউনূস আরও জানান, দেশের রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত একটি কমন প্ল্যাটফর্মে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত গ্রহণে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন নাগরিক পার্টির আহ্বায়ক। তিনি বলেন, “আমি স্যারকে বলেছি, এখনই পদত্যাগ নয়। আপনার প্রয়োজন আছে এখনও।”
উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর গঠিত এই অন্তর্বর্তী সরকার বর্তমানে নানা রাজনৈতিক চাপের মুখে রয়েছে।