বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা রিমান্ডে

চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ শাখার দুই সাবেক নেতাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া দুই দুই ছাত্র প্রতিনিধি হলেন, শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামের আশরাফুল ইসলাম ওরফে রাজু (২১) এবং মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামের মেহেরাব হোসাইন (১৯)। তারা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন সদস্যসচিব ছিলেন। তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আনিসুর রহমান সাব্বির নামের একজন ব্যক্তি মানিকগঞ্জ সদর থানায় চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন। সেই মামলায় রাজু ও মেহেরাবকে বুধবার সকালে গ্রেপ্তার করেন পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।