সংসদ নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে: ড. ইউনূস

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় দেওয়া এ ভাষণে তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় সংস্কার পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ড. ইউনূস বলেন, "ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ সময়মতো নির্বাচন কমিশন প্রকাশ করবে।"
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী, অংশগ্রহণমূলক এবং জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠনই এ অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। ভাষণে তিনি তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে বলেন, "এই নির্বাচনে বিপুল তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। তাদের অংশগ্রহণই দেশের গণতন্ত্রকে আরও মজবুত করবে।"
ড. ইউনূস রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতিও আহ্বান জানান, যেন তারা নির্বাচনপূর্ব প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থে পরিষ্কারভাবে ব্যক্ত করেন। "আপনারা তাদের কাছ থেকে অঙ্গীকার আদায় করবেন, যেন তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে কোনো আপস না করেন," — বলেন প্রধান উপদেষ্টা।