শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ০৯:৪৩, ২৪ জুলাই ২০২৫

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম
সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। এতে গরমের অনুভূতিও গতকালের তুলনায় কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের যেকোনো সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে করে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সম্পর্কিত বিষয়: