বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন পরিচালক মমিনুল ইসলাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
বুধবার (৩০ জুলাই) বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) বুশরা ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রায় ৩৯ বছরের দীর্ঘ কর্মজীবনে মমিনুল ইসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অতীতে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ), পরিচালক (কাস্টমার সার্ভিস), পরিচালক (পরিকল্পনা ও ট্রেনিং), এবং পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জিএম (অ্যাডমিন), জিএম (সিকিউরিটি) এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট মমিনুল ইসলাম ১৯৮৪ সালে উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম লং কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। পরবর্তীতে ১৯৮৬ সালের শেষ দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিসার হিসেবে যোগ দেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি প্রশাসনিক দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
তার পেশাগত গুণাবলির মধ্যে রয়েছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, দূরদর্শিতা, ক্রাইসিস ম্যানেজমেন্টে অভিজ্ঞতা এবং কর্মীদের কল্যাণে দায়বদ্ধতা। এসব বৈশিষ্ট্যের কারণে তিনি বিমানের অন্যতম দক্ষ ও জনপ্রিয় কর্মকর্তা হিসেবে সুপরিচিত।
মোহাম্মদ মমিনুল ইসলামের নতুন দায়িত্ব গ্রহণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীরা আশাবাদী। তাদের বিশ্বাস, তার নেতৃত্বে প্রশাসন, মানবসম্পদ এবং সরবরাহ ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসবে, যা বিমানের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিমানের সর্বস্তরের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব এয়ারলাইন্সকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে আরও দৃঢ় ও আধুনিক করবে।