জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। তথ্য অধিদপ্তরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মো. নিজামূল কবীর বলেন, রাজনৈতিক সরকারের প্রচারের প্রেক্ষাপট এবং বর্তমান সরকারের প্রচারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিষয়টি বিবেচনায় নিয়ে তথ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে সংযুক্ত জনসংযোগ কর্মকর্তারা কাজ করছে। সরকারের কার্যক্রম জনগণের কাছে দৃশ্যমান করতে তিনি তথ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তথ্য অধিদপ্তর আয়োজিত এ আলোচনা ও মতবিনিময় সভায় কয়েকজন জনসংযোগ কর্মকর্তা প্রচার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। এসময় সীমাবদ্ধতাসহ সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
মতবিনিময় ও আলোচনা সভায় তথ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।