শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির কোনো স্টেকহোল্ডার না : সারোয়ার তুষার

আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির কোনো স্টেকহোল্ডার না : সারোয়ার তুষার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ এখন আর বাংলাদেশের রাজনীতির কোনো স্টেকহোল্ডার না। তারা পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ সব সময় যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ওখানে শেল্টার দিয়ে তারা বাংলাদেশবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে এখন কোর্টের মাধ্যমে প্রমাণ করে আসতে হবে যে তারা পলিটিক্যাল পার্টি।

এটা এখন সন্ত্রাসীগোষ্ঠীর মতো। তাদের কোন কার্যক্রমটা বাংলাদেশপন্থী?

সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, সব বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, সব অ্যাক্টিভিস্ট, সব জুলাই আন্দোলনের বিপ্লবীদের তারা বলতেছে চান্স পেলে ঝুলিয়ে দেবে। জুলাইকে তারা বলে ঝুলাই।
তাদের কিভাবে বলতে পারেন যে তারা স্টেকহোল্ডার? দে আর নট স্টেকহোল্ডারস এনিমোর।

তুষার আরো বলেন, বাংলাদেশে কেনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ইনক্লুডিং সামরিক স্বৈরাচার এরশাদ তাদের বিরুদ্ধেও কখনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগ ওঠেনি, যেটা শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে উঠেছে। সেটা জাতিসংঘ দ্বারা সার্টিফায়েড। জাতিসংঘ এটা বলেছে যে এখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ঘটেছে, কোনো নরমাল ফৌজদারি অপরাধ ঘটেনি।