শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

সুপার ফোরের দলগুলোর সাথে আমরা আগেও জিতেছি: বাশার

সুপার ফোরের দলগুলোর সাথে আমরা আগেও জিতেছি: বাশার
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। এই দলগুলোর বিপক্ষে জিতে ফাইনালে ওঠা সম্ভব বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

গ্রুপ পর্বে হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। বাশারের মতে, কঠিন গ্রুপ থেকে কোয়ালিফাই করার পর এখন ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাওয়া উচিত।

তিনি বলেন, "সত্যি বলতে গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ কোয়ালিফাই করবে কি না, তা নিয়ে আমাদের মনে সংশয় ছিল। সেখান থেকে বাংলাদেশ ভালোভাবেই কোয়ালিফাই করেছে। এখন সুপার ফোরে কী হবে, তা মাঠেই প্রমাণ হবে। আমাদের আত্মবিশ্বাস থাকা উচিত যে বাংলাদেশ ভালো করবে। যেসব দলের সঙ্গে খেলবে, তাদের বিপক্ষে বাংলাদেশ আগেও জিতেছে, ভালোভাবেই জিতেছে।"

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ নির্দিষ্ট কোনো ‘ব্র্যান্ড’ অনুসরণ করে না। তবে বাশারের মতে, ব্র্যান্ড নয়, জয়ের লক্ষ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, "আমরা কি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, না জিততে চাই? টুর্নামেন্টে মূল লক্ষ্য থাকে জয়—প্রথমে পরের রাউন্ডে ওঠা, এরপর সেমিফাইনাল, ফাইনাল। ব্র্যান্ডের ক্রিকেট খেলার পরিকল্পনা অবশ্যই আছে, তবে টুর্নামেন্টে মূল বিষয় হলো জয়। কিভাবে জিতছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, জয়টাই আসল কথা।"

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ চার বোলার নিয়ে খেলেছিল। তবে সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ঝুঁকি না নিতে টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দেন বাশার। 

তিনি বলেন, "টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচজন বোলার খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে চার বোলার নিয়ে কাজ হয়েছে, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। টিম ম্যানেজমেন্টই ভালো জানেন তারা কী করবেন।"

এছাড়া রান রেট নিয়ে না ভেবে কেবল জয় নিয়েই ভাবতে হবে বলে মনে করেন তিনি।

"এখন রান রেট মাথায় রাখার দরকার নেই। সুপার ফোরে জয়টাই আসল লক্ষ্য হওয়া উচিত। পরে যদি রান রেটের প্রয়োজন হয়, তখন বাংলাদেশ সুযোগ নেবে। তবে এখন ম্যাচ জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

সম্পর্কিত বিষয়: