টিম স্পিরিটেই ভরসা দেখছেন বুলবুল

নানা সমালোচনা আর নেতিবাচক আলোচনার ভিড়েও বর্তমান বাংলাদেশ দলের লড়াকু মানসিকতা মনে ধরেছে দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। তার বিশ্বাস, এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে টাইগাররা। তবে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম নিয়ে নামা প্রসঙ্গে তিনি খানিকটা অসন্তুষ্টিও প্রকাশ করেছেন।
অন্যদিকে, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে, সুপার ফোরের লড়াইয়ে রান রেট বা হিসাব-নিকাশ নয়—জয়টাই হবে মূল লক্ষ্য।
এবারের এশিয়া কাপ শুরুর আগে টাইগারদের প্রস্তুতিতে অনেকেই বড় স্বপ্ন দেখেছিলেন। কিন্তু হংকং ম্যাচে কৌশলগত ভুল এবং শ্রীলঙ্কার কাছে হারের পর সেই স্বপ্নে ধাক্কা লাগে। যদিও শেষ পর্যন্ত দলটা জায়গা করে নেয় সুপার ফোরে। তবুও সমালোচনা থামেনি; সামাজিক মাধ্যমে চলছে ঠাট্টা—শ্রীলঙ্কার সৌজন্যেই বাংলাদেশ সেরা চারে। তবে সেই শ্রীলঙ্কাকেই এবার প্রথম ম্যাচে চ্যালেঞ্জ জানাতে নামবে লিটন দাসরা।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এই দলটিকে নিয়ে আশাবাদী। তিনি বলেন, “এই দলটার টিম স্পিরিট ভালো লেগেছে। টি-টোয়েন্টি এমনিতেই অপ্রত্যাশিত ফরম্যাট। আমরা যদি সঠিকভাবে খেলতে পারি, অনেক দূর এগোনোর সুযোগ আছে। টিম ম্যানেজমেন্ট ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছে। আপাতত সব মনোযোগ শ্রীলঙ্কা ম্যাচে।”
আফগানিস্তান ম্যাচে মাত্র চার জন মূল বোলার খেলানো নিয়ে বুলবুল বলেন, “গত ম্যাচে দলের সমন্বয় ছিল বেমানান। সাড়ে চারজন বোলার নিয়ে নামা ঝুঁকিপূর্ণ ছিল। তবে টিম ব্যাকআপ করেছে বলেই জয় এসেছে।”
হংকংয়ের বিপক্ষে রান রেট বাড়ানোর সুযোগ কাজে লাগাতে না পারায় জটিল হয়েছিল সুপার ফোরের সমীকরণ। আফগানিস্তান জিতলে হয়তো টাইগারদের বিদায় নিতে হতো। রান রেট সুপার ফোরেও গুরুত্বপূর্ণ হতে পারে, তবে বাশারের দৃষ্টিতে সেটা এখন বড় বিষয় নয়।
তার ভাষায়, “আমাদের জন্য এখন রান রেট নিয়ে ভাবনার দরকার নেই। সুপার ফোরে একটাই লক্ষ্য—ম্যাচ জেতা। রান রেট কী হবে সেটা পরে দেখা যাবে। শ্রীলঙ্কাকে আমি কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছি না।”
সব চোখ এখন সুপার ফোরের প্রথম ম্যাচে। দেখা যাক, লঙ্কানদের বিপক্ষে লড়াই দিয়েই কি না শুভ সূচনা করতে পারে টাইগাররা।