বুধবার ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২৯ অক্টোবর ২০২৫

ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ: এ্যানি

ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ: এ্যানি
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম মানবকল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তি বজায় রাখার শিক্ষা দেয়। তিনি মনে করেন, সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান ও নেতৃত্বদানকারী হিসেবে ইমাম এবং খতিবদের পক্ষেই ইসলামের আলোয় ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব। তাদের নেতৃত্বের ওপরই সমাজে আলো ছড়িয়ে পড়া সবচেয়ে বেশি নির্ভর করে।

বুধবার (২৯ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি খতিবদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইমামরাই সমাজের অন্ধকার দূর করে আলোর উন্মোচন করে দেন।

ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আদর্শ ভিন্ন হলেও দেশের গণতন্ত্র ও সমাজের ভালোর জন্য সুদৃঢ় ঐক্য বজায় রাখতে হবে। বিগত আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছেন।

জুমার খুতবার মাধ্যমে শিক্ষা, স্যানিটেশন, স্বাস্থ্য, সন্ত্রাস ও মাদকবিরোধী বিষয়ে সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান তিনি।

এ্যানি বলেন, বর্তমান সময়টি চ্যালেঞ্জিং। তিনি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দেন এবং মাদককে একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে না পারলে সব ধরনের উন্নয়ন প্রচেষ্টা ব্যর্থ হবে।

সর্বশেষ

জনপ্রিয়