জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
কাতার সরকারের উদ্যোগে জার্মানির একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।
জানা গেছে, বিমানের ভাড়া থেকে শুরু করে প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা কাতার সরকারই বহন করছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় অবতরণের জন্য সব অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান তাঁর শাশুড়ির চিকিৎসার আপডেট জানার জন্য লন্ডন থেকে দেশে ফেরেন।
দুপুরে পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জানান, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত দিনে ঢাকায় আসতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার বিকেলেই বিমানটি পৌঁছানোর কথা।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকরা যদি শারীরিক অবস্থাকে যাত্রার উপযোগী মনে করেন এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।



























