বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ছাড়াতে থানায় এলেন হান্নান মাসুদ!

রাজধানীর ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় মধ্যরাতে হামলার অভিযোগ উঠেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পরপরই তিনি নিরাপত্তা চেয়ে পুলিশে যোগাযোগ করলে, ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
আটক হওয়া তিনজন হলেন– মোহাম্মদপুর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার ডিনার এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের নেতা ও ট্রাফিক সহায়ক মোহাম্মদ জিসান উল্লাহ।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু জানান, প্রায় ১৩ ঘণ্টা আটক রাখার পর মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই তিনজনকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের মধ্যস্থতায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘তিনজনকে সতর্ক করে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, ট্রাফিক সহায়ক জিসান উল্লাহর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।