উপদেষ্টাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি, এনবিআরে অবস্থান কর্মসূচি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ইস্যুতে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিবৃতিতে পরিষদ জানায়, আলোচনায় আশার আলো না থাকায় আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত এনবিআরের আওতাধীন সব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
পরিষদের বিবৃতিতে বলা হয়, আলোচনার প্রেক্ষাপটে সাময়িকভাবে স্থগিত হওয়া কলম বিরতি কর্মসূচি তুলে নেওয়া হলেও, মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকটি ফলপ্রসূ হয়নি। বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্য, এনবিআরের সাবেক তিন সদস্য, অর্থ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। তবে আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকার এনবিআর প্রধান কার্যালয়ের নিচতলায় এবং অন্যান্য জেলা-উপজেলার এনবিআর কার্যালয়গুলোতে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
অন্যদিকে সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড যেভাবে দুই বিভাগে বিভক্ত করা হয়েছে, তা অপরিবর্তিত থাকবে। এনিয়ে যেসব ভুল বোঝাবুঝি ছিল, তা দূর হয়েছে।”
প্রসঙ্গত, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গত ১৩ মে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থান কর্মসূচি থেকে কলম বিরতির ঘোষণা দেয়। এরপর ১৪, ১৫, ১৭, ১৮ ও ১৯ মে কলম বিরতি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের আলোচনার আহ্বানে সাড়া দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত রাখা হলেও, মঙ্গলবারের ব্যর্থ আলোচনার পর ফের কর্মসূচি শুরু করতে যাচ্ছে পরিষদ।
বিষয়টি নিয়ে আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।