জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের যে জুলাই সনদ হবে সেখানে এই নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে। আমরা বলেছি, এই সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে।
রোববার (৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকের পর একথা বলেন তিনি।
এসময় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এনসিপির প্রতিনিধি দল।
কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি উল্লেখ করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। আমরা ভবিষ্যত যে বাংলাদেশের দিকে যাচ্ছি, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ ভোট নিতে এলে, তারা সমস্যার সৃষ্টি করবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইসি আগের আইনে গঠন ছিল। এরইমধ্যে ইসি কিছু ‘বিতর্কিত’ বক্তব্য দিয়েছে যেটা প্রধান উপদেষ্টা থেকেও ওই বক্তব্য আসেনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনের যেসব কর্মচারী ভোট ডাকাতির সঙ্গে জড়িত ছিল আমরা তাদের পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত হয়নি। এখন আমাদের যে জুলাই সনদ হবে সেখানে এই নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে। আমরা বলেছি, এই সংসদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে।