ফজলুর রহমানকে আরো ২৪ ঘণ্টা সময় দিল বিএনপি

কারণ দর্শানোর নোটিশে লিখিত জবাব দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (২৪ আগস্ট) জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ মন্তব্যের অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।
পরে আজ সোমবার এক ব্রিফিংয়ে ফজলুর রহমান দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি নির্দিষ্ট সময়ে দলকে উত্তর দেব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা দেবে, সেটা আমি মাথা পেতে মেনে নেব।’