নির্বাচনে কালো টাকা ঠেকাতে কড়া নজরদারি: দুদক চেয়ারম্যান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারের কোনো সুযোগ নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি স্পষ্ট করে বলেন, কেউ যদি কালো টাকা ছড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান আরও জানান, নির্বাচনে কালো টাকা ব্যবহার ঠেকাতে প্রয়োজনে কমিশনের বিশেষ দল মাঠে কাজ করবে। সরকারের পক্ষ থেকেও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আইনের ফাঁকফোকর দিয়ে কেউ যদি অপচেষ্টা চালায়, তবে ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা নিয়ন্ত্রণে দুদকসহ বিভিন্ন সরকারি সংস্থা তৎপর থাকবে।”
এ সময় তিনি আরও বলেন, নির্বাচন এলে নানা কারণে টাকা-পয়সা খরচের প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে ভোটার কেনাবেচার সংস্কৃতি এখনো সমাজে বিদ্যমান।
এ প্রসঙ্গে তিনি বলেন, “টাকা ব্যবহারের ক্ষেত্রে দুটি দিক রয়েছে—একটি হলো ডিমান্ড সাইড, অন্যটি সাপ্লাই সাইড। সাপ্লাই সাইড আমাদের বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকেরও ভূমিকা রয়েছে, আমরা চেষ্টা করব সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখতে।”
চেয়ারম্যান বলেন, “হলফনামা দাখিলের পর আমাদের হাতে সময় কম থাকে। তাই কারও সম্পদ লুকানোর তথ্য থাকলে তা আমাদের জানাতে হবে।”