শ্রীপুরে অভিযানে ২০ বস্তা কয়লা ও ২৫টি হর্স পাওয়ার জব্দ

গাজীপুরের শ্রীপুরে লাকচতল গ্রামের কাছে একটি অবৈধ সিসা কারখানার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা কারখানার কিছু মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (২৫ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন অভিযান পরিচালনা কালে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা পলাতক ছিল এ সময় অভিযান স্থলে বিদ্যমান থাকা ২০ বস্তা কয়লা, ২৫ হর্স পাওয়ার এর একটি জেনারেটর জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নুরুল আমিন জানান অবৈধ সিসা কারখানারটিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি তবে কিছু মালামাল পেয়েছি তা আমরা জব্দ করেছি এই বিষয়ে জমির মালিকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে গেছে।
এটি একটি পরিবেশ দূষণকারী কারখানা ছিল, যা পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করত এবং কৃষি জমি ও জনস্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলছিল।