আজ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিন

আজ ২ মে, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিন। চলচ্চিত্র জগতের এই মহীরুহ শুধু পরিচালকই নন, একাধারে ছিলেন সংগীত পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রকর ও লেখক।
১৯২১ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তবে তার শেকড় বাংলাদেশে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে।
সত্যজিতের পারিবারিক পটভূমিও ছিল শিল্প-সাহিত্যে ভরপুর। তার বাবা সুকুমার রায় ছিলেন বাংলা শিশুসাহিত্যের অন্যতম পথিকৃৎ ও খ্যাতিমান চিত্রকর। আর দাদু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীও ছিলেন সাহিত্য ও ছাপাখানার জগতে এক বিশিষ্ট নাম।
প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে পড়াশোনা শেষে গতানুগতিক চাকরির পথ ছেড়ে চলচ্চিত্রের প্রতি ভালোবাসাই সত্যজিতের ভবিষ্যৎ গড়ে দেয়। ১৯৪৯ সালে ফরাসি পরিচালক জঁ রনোয়ার সঙ্গে সাক্ষাৎ তাকে নতুন অনুপ্রেরণা দেয়। সে অনুপ্রেরণার ফসল ‘পথের পাঁচালী’—১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র, যা অর্জন করে ১১টি আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে কান চলচ্চিত্র উৎসবের সম্মানজনক পুরস্কারও রয়েছে।
তিন দশকের বেশি সময়জুড়ে নির্মাণ করেছেন একের পর এক কালজয়ী চলচ্চিত্র—‘অপরাজিত’, ‘অপুর সংসার’, ‘চারুলতা’, ‘নায়ক’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, প্রভৃতি। সাহিত্যেও রেখেছেন অমলিন ছাপ—তার সৃষ্ট ফেলুদা, প্রফেসর শঙ্কু, ও তাড়িনি খুড়ো আজও পাঠকদের প্রিয় চরিত্র।
সত্যজিৎ রায়ের সাফল্যের তালিকায় রয়েছে ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মভূষণ, ভারতরত্ন এবং ১৯৯২ সালে প্রাপ্ত একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) সম্মাননা।
৭১ বছর বয়সে ১৯৯২ সালে মৃত্যুবরণ করেন এই গুণীজন। কিন্তু তার সৃষ্টি ও অবদান আজও আলো ছড়ায় বিশ্ব চলচ্চিত্র ও সাহিত্যের অঙ্গনে।