শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:৩১, ৩ মে ২০২৫

শহিদ জননী জাহানারা ইমামের ৯৬তম জন্মদিন আজ

শহিদ জননী জাহানারা ইমামের ৯৬তম জন্মদিন আজ
সংগৃহীত

আজ শহিদ জননী জাহানারা ইমামের ৯৬তম জন্মদিন। তিনি ১৯২৯ সালের ৩ মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন এবং বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে আছেন।

তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

শহিদ জননী হিসাবে পরিচিত জাহানারা ইমাম তার ছেলেকে মুক্তিযুদ্ধের সময় হারান। তার ছেলে শাফী ইমাম রুমি মহান মুক্তিযুদ্ধে শহিদ হন। মুক্তিযুদ্ধ চলাকালে তার স্বামী শরীফ ইমামও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। স্বাধীনতাকামী বাঙালিদের প্রতি তার অবদান এবং ঘাতকদের বিরুদ্ধে সাহসী প্রতিরোধ ছিল এক অতুলনীয় চিত্র।

জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ক্যান্সারের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তার স্বাক্ষরিত ইতিহাস আজও জীবন্ত। তার জীবন ও কর্ম আলো চোখে আনে স্বাধীনতার মূল্যবোধের।

সম্পর্কিত বিষয়: