বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪

অলিম্পিকে খেলবেন মেসি-ডি মারিয়া!

অলিম্পিকে খেলবেন মেসি-ডি মারিয়া!
লিওনেল মেসি ও ডি মারিয়া

ব্রাজিলকে বিদায় করে ২০২৪ প্যারিস অলিম্পিকের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। যুবাদের অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। এবার আলোচনায় যুবদের সঙ্গে তার খেলা নিয়ে। এর আগে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের ফাইনালে মেসির বাড়ানো পাসে একমাত্র গোল করেছিলেন ডি মারিয়া। ১৬ বছর পর সেই উত্থানের মঞ্চেই আরও একবার দেখা যেতে পারে এই জুটিকে। এই আভাস দিয়েছেন তাদেরই একসময়ের সতীর্থ হ্যাভিয়ের মাশ্চেরানো।

২০০৮ এর সেই আসরে মাশ্চেরানো নিজেও ছিলেন। সেবার তিনি ছিলেন খেলোয়াড়। এখন কোচিংয়ে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ। কোচ হাভিয়ের মাসচেরানো বলছেন, ‘লিওর সাথে আমার সম্পর্ক কেমন সেটা সবাই জানে এবং আমাদের সঙ্গে যোগ দিতে তার জন্য দরজা খোলা আছে। এটা তার ওপর নির্ভর করছে।’

মেসির সঙ্গে অলিম্পিকে খেলার গুঞ্জন আছে আনহেল দি মারিয়ারও। কিন্তু কোপা আমেরিকার পরেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই উইঙ্গার। তবে মাসচেরানো জানালেন দুজনকেই অলিম্পিকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে, ‘আমি মেসি ও আনহেলের সঙ্গে কথা বলেছি। তারাই তাদের সিদ্ধান্ত নেবে। কোপা আমেরিকা বড় টুর্নামেন্ট। অবশ্য আমরা চেষ্টা করব তাদেরকে আমন্ত্রণ জানাতে।’

সাধারণত অলিম্পিকের আসরে অনূর্ধ্ব-২৩ দল খেলানোর নিয়ম। তবে একাদশে সিনিয়র তিনজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারে প্রতিটি দল। তিন জনের সেই কোটাতে মাশ্চেরানো চান তার সাবেক দুই সতীর্থ মেসি ও ডি মারিয়াকে। আগামী ২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক। তার আগে ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। মহাদেশীয় টুর্নামেন্টের পর অলিম্পিকেও মেসি-মারিয়া খেলবেন কিনা সেটা তাই অনিশ্চিত এখনো।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়